কৃমি -
কৃমি হচ্ছে একধরনের পরজীবি এবং এটা অন্ত্রে বাস করে।করে।
কিছু কিছু কৃমির লার্ভা ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং কিছু
কিছু কৃমির ডিম্বানুৃ মুখের মাধ্যমে প্রবেশ করে। মানুষের যকৃত, ফুসফুস ও অন্যান্য অংগেও আক্রমন করতে পাহয়।
কৃৃমি প্রকারভেদ- কৃমি কয়েক ধরনের হয় ,যেমন
গোল কৃমি- এগুলো দেখতে গোলাকার, পাতলা, হালকা গোলাপি বা
সাদা রংয়ের হয়।
ফিতা কৃমি- এগুলো দেখতে ফিতার মতো, সমান এবং ২ থেকে ৩ মিটার লম্বা হয়।
সূতা কৃমি- এগুলো দেখতে সূতার মতো, পাতলা ও সাদা রংয়ের হয়।
বক্র কৃমি- এগুলো দেখতে খুবই ছোট ও গোলাপী রংয়ের হয়। এগুলো খালি চোখে দেখা যায়না।
সংক্রমন- দূষিত পানি, খাবার, মাটি থেকে ত্বকের মাধ্যমে, কৃমি আক্রান্ত মল থেকে সংক্রমন হতে পারে।
প্রাতিরোধ-
১. পানি ও খাবার পরিষ্কার রাখতে হবে।
২. খাবার খাওয়ার আগে, খাবার পরিবেশনের আগে, মলত্যগের পর, খেলাধূলার পর ভালভাবে হাত ধূয়ে পরিষ্কার করতে হবে।
কৃমি হচ্ছে একধরনের পরজীবি এবং এটা অন্ত্রে বাস করে।করে।
কিছু কিছু কৃমির লার্ভা ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং কিছু
কিছু কৃমির ডিম্বানুৃ মুখের মাধ্যমে প্রবেশ করে। মানুষের যকৃত, ফুসফুস ও অন্যান্য অংগেও আক্রমন করতে পাহয়।
কৃৃমি প্রকারভেদ- কৃমি কয়েক ধরনের হয় ,যেমন
গোল কৃমি- এগুলো দেখতে গোলাকার, পাতলা, হালকা গোলাপি বা
সাদা রংয়ের হয়।
ফিতা কৃমি- এগুলো দেখতে ফিতার মতো, সমান এবং ২ থেকে ৩ মিটার লম্বা হয়।
সূতা কৃমি- এগুলো দেখতে সূতার মতো, পাতলা ও সাদা রংয়ের হয়।
বক্র কৃমি- এগুলো দেখতে খুবই ছোট ও গোলাপী রংয়ের হয়। এগুলো খালি চোখে দেখা যায়না।
সংক্রমন- দূষিত পানি, খাবার, মাটি থেকে ত্বকের মাধ্যমে, কৃমি আক্রান্ত মল থেকে সংক্রমন হতে পারে।
প্রাতিরোধ-
১. পানি ও খাবার পরিষ্কার রাখতে হবে।
২. খাবার খাওয়ার আগে, খাবার পরিবেশনের আগে, মলত্যগের পর, খেলাধূলার পর ভালভাবে হাত ধূয়ে পরিষ্কার করতে হবে।
৩. মাছ, মাংস ও শাকসবজি ভালভাবে ধূয়ে রান্না করতে হবে।
৪. রাঁধা খাবার ভালভাবে ঢেকে রাখতে হবে।
৫. পায়খানা সবসময় পরিষ্কার রাখতে হবে।
৬. হাত পায়ের নখ সবসময় ছোট ও পরিষ্কার রাখতে হবে।
৭. বাইরে যাওয়ার আগে স্যান্ডেল বা জুতা অবশ্যই পড়তে হবে।
লক্খন-
কৃমি আক্রান্ত রোগীর রক্তহীনতা ও পুষ্টিহীনতা দেখা দেয়।
শিশুদের পেট ফুলে যায় ও শরীরের বৃদ্ধি সহযে ঘটেনা।
পেটে অনেক ব্যাথা, ফ্যাকাশে ও দূর্বল হয়ে যায়।
বুদ্ধির বিকাশ দেড়ি হওয়া ।
চিকিৎসা- হোমিও ঔষধ সমূহ
টিউক্রিয়াম, সিনা, স্যন্টনিয়াম, মারকসল, স্পাইজেলিয়া, নেট্রামমিউর,এবরেটেনাম |